বিবাহিত নারী (পঞ্চম পর্ব)
বিয়ে যেহেতু একজন পুরুষের চেয়ে একজন মহিলার কাছে অনেক বেশি সুবিধার, তাই জন্যই একজন মহিলা বিয়ে করার ব্যাপারে অনেক বেশি লালায়িত থাকেন। অথচ বিবাহ তাঁর কাছ থেকে অনেক বেশি ত্যাগ দাবি করে। বিশেষত অতীতের সঙ্গে অনেক বেশি নিষ্ঠুর চিড় ধরিয়ে দেয়। দেখা যায়, অনেক কিশোরীই বিয়ের জন্য তার বাপের বাড়ি ছাড়ার ব্যাপারে পীড়িত বা যন্ত্রণার্ত থাকে। (পঞ্চম পর্ব)
by চন্দন আঢ্য | 14 January, 2021 | 724 | Tags : Feminism Married Woman Marriage Emancipation